ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে লালমনিরহাটের সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়েছে রেনেসাঁ ফাউন্ডেশন। সংগঠনটি ৫০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
ঈদের মতো বিশেষ দিনে সমাজের অনেক সুবিধাবঞ্চিত মানুষ আনন্দ উপভোগ করতে পারে না। তাদের কথা চিন্তা করে রেনেসাঁ ফাউন্ডেশন এই উদ্যোগ নেয়। নিম্নআয়ের মানুষ যারা প্রতিদিনের খাবার জোগাড় করতেই হিমশিম খায়, তাদের জন্য ঈদের আনন্দ ভাগ করে নিতে এই উদ্যোগটি বিশেষভাবে সহায়ক হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর ইসলাম, অ্যাডভোকেট আঞ্জুমানারা শাপলা এবং অন্যান্য সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ওসি আমিনুর ইসলাম বলেন, “রেনেসাঁ ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের প্রতিটি সক্ষম মানুষ যদি সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ায়, তাহলে দারিদ্র্যের কষাঘাত কমবে এবং সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবে।”
অ্যাডভোকেট আঞ্জুমানারা শাপলা বলেন, “সামাজিক উন্নয়নের জন্য সম্মিলিত উদ্যোগ বেশি কার্যকরী। রেনেসাঁ ফাউন্ডেশনের এই উদ্যোগ দেখে আরও অনেক সংগঠন এগিয়ে আসবে বলে আমি আশা করি।”
রেনেসাঁ ফাউন্ডেশন মূলত সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা ও সামাজিক কল্যাণমূলক কাজের জন্য গঠিত হয়েছে। সংগঠনটির ৫ নম্বর ওয়ার্ডের একজন দায়িত্বশীল জানান, “আমাদের পথচলা শুরু হয়েছিল রক্তদান কর্মসূচির মাধ্যমে। এরপর আমরা বাজার সিন্ডিকেট রোধ, ড্রেন পরিষ্কার, হাসপাতাল পরিচ্ছন্ন রাখা এবং অন্যান্য সামাজিক কাজে অবদান রেখে চলেছি। আমাদের লক্ষ্য সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা।”
সংগঠনটির সদস্যরা জানান, ভবিষ্যতে তারা আরও বড় পরিসরে দুঃস্থ ও অসহায় মানুষদের সহায়তা করবে। সমাজের বিত্তবান মানুষদের কাছ থেকে সহযোগিতা পেলে তারা আরও বেশি সংখ্যক মানুষের পাশে দাঁড়াতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত এক সুবিধাবঞ্চিত পরিবারের সদস্য বলেন, “আমাদের জন্য ঈদের সময় একটু ভালো খাবারের ব্যবস্থা করা কঠিন হয়ে যায়। রেনেসাঁ ফাউন্ডেশনের এই সহায়তা আমাদের অনেক উপকারে এসেছে। তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ।”
রেনেসাঁ ফাউন্ডেশন শুধু ঈদ উপলক্ষে নয়, সারা বছর ধরেই বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। সংগঠনটির সদস্যরা জানান, তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের সহায়তা কার্যক্রম চালাতে চান। শুধু খাদ্যসামগ্রী বিতরণ নয়, অসহায় শিশুদের শিক্ষা, বয়স্কদের স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও তাদের অন্যতম লক্ষ্য।
এছাড়া, সংগঠনটি ভবিষ্যতে রক্তদান কর্মসূচি আরও সম্প্রসারিত করতে চায়, যাতে মুমূর্ষু রোগীরা সহজেই রক্ত পেতে পারে। পাশাপাশি, তারা হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রম আরও জোরদার করবে এবং গরিব রোগীদের জন্য ওষুধ সহায়তার ব্যবস্থা করবে।
রেনেসাঁ ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা এ ধরনের মানবিক কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরাও বলেন, “আমরা সবাই যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই, তাহলে অসহায় মানুষদের কষ্ট কিছুটা হলেও কমানো সম্ভব। সমাজের প্রত্যেকটি মানুষ যদি সামাজিক দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসে, তাহলে এই দেশ আরও সুন্দর হয়ে উঠবে।”
সমাজসেবামূলক এই সকল উদ্যোগে রেনেসাঁ ফাউন্ডেশন প্রশংসিত হয়েছে সর্বমহলে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বৃহৎ পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হবে।
সমাজের প্রতিটি সচেতন নাগরিকের উচিত এই ধরনের মহতী উদ্যোগকে সমর্থন করা এবং নিজ নিজ জায়গা থেকে সহায়তার হাত বাড়ানো। রেনেসাঁ ফাউন্ডেশনের মতো আরও সংগঠন যদি এগিয়ে আসে, তাহলে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং ঈদের আনন্দ সত্যিকার অর্থেই সবার মাঝে ছড়িয়ে পড়বে।