মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
নিউজ পাঠান
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
লেখা পাঠান

ইসলামের শান্তি ছায়া

ইসলামের শান্তি ছায়া

মনোয়ার হুসাইন নাঈম

ইসলাম কায়েম হবে,
এই বাংলার জমিনে।

ইনশা আল্লাহ।

রাষ্ট্র চলিবে কুরআন মেনে,
অপরাধ করা ভুলে যাবে জনগণে।

জালিম থাকিবে না দেশের বুকে,
শান্তি বিরাজ হবে সর্বখানে।

চাকরির টেবিলে চাইবে না টাকা,
ইতিহাস দিবে না ধামাচাপা।

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই,
নিরাপদে থাকিবে ইসলামের তলে।

রাতারাতি হবে না ব্যাংক চুরি,
চুরি করলেই হাত যাবে কাটি।

পারিবে না কেউ প্রচার করিতে,
স্বদেশের অর্থ ভিন দেশে।

প্রবাসীর টাকা আসিবে দেশে,
উন্নয়নের চাকা ঘুরে যাবে।

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো