বুক পাঁজরে ফিলিস্তিন – মনোয়ার হুসাইন নাঈম

বুকের পাঁজর ভেঙে যায়,
আঁখি গুলা নিভে যায়।
এত দাবানল দেখিয়া,
মরিলাম আমি বুক ফাটিয়া।

ইহুদি তোরা আল্লাহর দুশমন,
জাহান্নামে তোদের সাপ করিবে দংশন।

হাজারো মায়ের বুক হয়েছে খালি,
মুসলিম হয়ে শুধুই আঁখি মেলে দেখি।
ইমান আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে
থমকে গিয়েছে দুনিয়া,
ফিলিস্তিনের কষ্ট দেখে
জীবন থাকিতে গিয়াছি মরিয়া।

শত শিশু আজ মা-হারা হয়েছে তোদের লায়,
এত হিসাব তোদের দিতে এই দুনিয়ায়।

কি ভাবিছিস তোরা,
মিসাইল দিয়ে ধ্বংস করে হবে তোরা বেটা।

বাপেরও বাপ আছে,
আছে তাদের মালিক,
তোদের দুনিয়া কয়লা করিয়া
পাঠাবেন আবাবিল।

ইহুদিরা দুশমন সেই আদম যুগ হতে,
আজ তোমাদের বন্ধু হবে—এটা কি করে ভাবলে?

যদি তারা বন্ধু হতো
ইব্রাহিমকে (আঃ) দিতো না আগুনে,
ফেরাউনের হাত হতে রক্ষা পেতে
মুসাকে ভাসাতো না পানিতে।