আ.লীগ বাংলাদেশে রাজনীতি করার সকল অধিকার হারিয়েছে: নাহিদ ইসলাম

 জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, মতাদর্শ, দল এবং মার্কার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ৩৬ জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ফলে দল ও মতাদর্শ হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার সকল অধিকার হারিয়েছে।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান নাহিদ ইসলাম।

নাহিদ বলেন, সকল রাজনৈতিক কার্যক্রম থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী রেজিমে সংঘটিত অপরাপর গণহত্যা ও মানবতা বেধে বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়।

আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার বিষয়ে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা জানান নাহিদ।