দুবর্ল অভিযাত্রি
দেলোয়ার বিন আমজাদ (সাইদী)
বিধাতা কেন পাঠিয়েছেন ধরনীতে
কেন জড়িয়েছি ধরনীর মায়াতে
এ ধরনীর মূহমায়ায় জড়িয়ে
জীবনের উদ্দেশ্য গিয়েছি ভুলে।।
আধারের পথে হেঁটে হেঁটে
ফুরিয়ে যাচ্ছে বেলা,
পায়নি সঠিক পথের দেখা
হয়নি নীড়ে ফেরা।।
এখনো সুদূর পথ বাকি
সে পথ কি করে দেব পাড়ি,,
আসিতেছে বিভীষিকাময় রাত্রি,
আমি যে দুর্বল অভিযাত্রি।।
চলছি আধাারের পথে
আজও হাটিনি ফুলের বাগে
সঠিক পথ পাইনি খুঁজে
কি করে ফিরব নীড়ে!!
রয়েছে দূরের যাত্রা
অরন্যঘন বিভীষিকাময় রাত্রি
দিতে হবে তা পাড়ি
আমি যে দুর্বল অভিযাত্রি।।