ধর্ষকের বিচার চাই – মনোয়ার হুসাইন নাঈম

দিগন্তকণ্ঠ ডেস্ক

জেল খানা কি তৈরি হলো
শুধুই আলিমদের লাগি,
যেখায় ধর্ষক থাকার কথা
সেখায় কেন আলিমদেরকে দেখি।

ধর্ষিতা আজ মারা যায়
ধর্ষক কেন সময় পায়,
ধর্ষকদের মারার পরে
পুলিশ কেমনে খবর পায়।

জবাব চাই জবাব চাই,
বিচার চাই বিচার চাই।

সকলে মিলে এক সাথে,
ধর্ষকদের লান্ডা কাটো দল বেধে।

রবের শাস্তি যদি রয়তো
এই বাংলার জমিনে,
ধর্ষনের সাহস পায়তো না
ধর্ষকে।

মাটি খুরো মাটি খুরো
ধর্ষকদের পুতে ফেলো,
পাথর নিক্ষেপ করিতে করিতে
তাদের তোমারা মেরে ফেলো।

বিচার চাই বিচার চাই,
ধর্ষকদের শাস্তি চাই।

শাস্তি হয়বে প্রকাশ্যে ,
তা হয়তে শিক্ষা লয়বে সকলে।