বিপ্লবী জুলাইয়ের কথা
মোঃ আরিফুল ইসলাম
আমি কেমন করে ভুলিবো, বিপ্লবী জুলাইয়ের কথা।
রক্তে রঞ্জিত হল আহনাফের মত জ্বলন্ত পুষ্প,
জানি না, লেখা হবে কি না ইতিহাসের পাতায়।
পুষ্প গুলো একই তরঙ্গে গাঁথা,
আমি কেমন করে ভুলিবো , বিপ্লবী জুলাইয়ের কথা।
একই সুরে গাইল যে গান, সুরের মাধুরী দিয়ে,
গানের সুরে রক্ত ঝরে পথের প্রান্ত জুড়ে,
এক হিংস্র পশুর ক্ষুধার তাড়নায়
ঝরল কত প্রান,
জানি না লেখা হবে কি না ইতিহাসের পাতায়,
এ যেন রক্ত ঝরা পুষ্প দিয়ে হয়েছে মালা গাঁথা ,
আমি কেমন করে ভুলিবো, বিপ্লবী জুলাইয়ের কথা।
মায়ের চোখে রক্ত ঝরে,বোনের চোখের জল।
ভাই হারিয়ে ভাই বোনেরা হয়েছে পাগল,
স্মৃতি গুলো গুমরে কাঁদায়,
এ যে পিরক জ্বালার ব্যথা ।
আমি কেমন করে ভুলিবো, বিপ্লবী জুলাইয়ের কথা।