শুক্রবার, মে ৯, ২০২৫
নিউজ পাঠান
শুক্রবার, মে ৯, ২০২৫
নিউজ পাঠান

তা’মীরুল মিল্লাত ছাত্র সংসদ টাকসুর গ্রেট আইডিয়াল হোম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স প্রাপ্ত ১৩জন

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) পরিচালিত ‘গ্রেট আইডিয়াল হোম’ থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ১৩ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।
প্রতিবছরের মতো এবারও টাকসুর শিক্ষা বিভাগ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে ‘গ্রেট আইডিয়াল হোম’-এর আয়োজন করে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় কেন্দ্র করে ৩০ জন শিক্ষার্থীকে এই কার্যক্রমের আওতায় আনা হয়।
‘গ্রেট আইডিয়াল হোম’-এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি সাদিক কায়েম। অনুষ্ঠানে টাকসুর ভিপি ইকবাল কবির ও এইচআরডি সম্পাদক মাহাদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের এই সাফল্যে টাকসু কর্তৃপক্ষ আনন্দিত এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে। শিক্ষার্থীরাও তাদের এই সাফল্যের জন্য ‘গ্রেট আইডিয়াল হোম’-এর অবদানের কথা স্বীকার করে টাকসুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন:
* নুরুল হুদা (১১৮তম)
* সালমান সাইফ সিদ্দিক (১৩৮তম)
* আব্দুর রহিম (২৫৩তম)
* মুহতাসিম বিল্লাহ (৩৬৭তম)
* জুনায়েদ (৩৭১তম)
* মোস্তাকিম বিল্লাহ (৬৯৩তম)
* হোসাইন মাহমুদ (৭০২তম)
* আজিজ (৯৬৪তম)
* আবু সুফিয়ান (১০১০তম)
* সালমান (১৫০৫তম)
* তামিম (২৮০০তম)
* মাহফুজ (৩০০০তম)
* মুস্তফা শরীয়তুল্লাহ (৩২৯৩তম)
এই সাফল্যের মাধ্যমে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা আবারও তাদের মেধার স্বাক্ষর রেখেছে।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো