মিল্লাত টঙ্গীর ছাত্র শিবিরের ফ্রী ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচি সম্পূর্ণ

১৬ই জানুয়ারি তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ভাষা মাস উপলক্ষে বিনামূল্যে রক্তদান কর্মসূচি ও ফ্রী ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে। ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত এই কর্মসূচিতে মাদ্রাসার ছাত্র, শিক্ষক এবং স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত শহীদ মালেক অডিটোরিয়ামের চত্বরে এই কর্মসূচি চলে। রক্তদাতাদের জন্য ৭-৮টি বেডের ব্যবস্থা করা হয়। মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই মহতী উদ্যোগে শামিল হন।

আয়োজনটি সফল করতে রিদম ব্লাড গ্রুপের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেন। তারা রক্তদাতাদের উৎসাহিত করেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
মাদ্রাসার অধ্যক্ষ বলেন, “আমরা প্রতি বছর ভাষা মাসে এই ধরনের কর্মসূচি আয়োজন করি। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি হয় এবং তারা মানবসেবায় উদ্বুদ্ধ হয়।”
এই কর্মসূচিতে প্রায় ১৫-২০ জন স্বেচ্ছায় রক্তদান করেন এবং শতাধিক ছাত্র তাদের রক্তের গ্রুপ জানতে পারেন।

এই কর্মসূচিতে অংশ গ্রহণ কারী আসাদুল্লাহ বলেন:-আমি এই ফ্রী ব্লাড গ্রুপিং এ অংশ গ্রহণ করি আনন্দিত। আমরা চাই এই রকম প্রোগ্রাম যাতে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা কেন্দ্রীয় ছাত্র সংসদ আরো বেশি বাস্তবায়ন করতে পারে।

এছাড়াও আরেকজন রক্তদাতা বলেন, “আমি নিয়মিত রক্ত দিই। অন্যের জীবন বাঁচাতে পারলে খুব ভালো লাগে।”

সন্ধায় ফ্রী ব্লাড গ্রুপিং কার্যক্রম শেষ হয়।

নিউজটি শেয়ার করুন