মাহে রমজানের সাওগাত
দেলোয়ার বিন আমজাদ (সাইদী)
প্রতিক্ষার প্রহর গুনে গুনে
এসেছে মাহে রমজান,
মুমিনের জন্য রয়েছে
মহৎ প্রতিদান।
মুমিনেরা করিবে ইবাদাত
পাবে রহমত মাগফেরাত।
পাপ ছেড়ে পূণ্যের কর সন্ধান
পাবে রহম বিধাতার,
অনুতপ্ত হৃদে কর আর্তনাদ,
পাবে মাগফেরাত।
বিধাতা হলেন মহা দাতা
অনন্ত ক্ষমাশীল দয়াবান,
সঠিকভাবে করিলে ইবাদাত
নিজ হস্তে দিবেন সাওগাত।
তার মতো দূর্ভোগ
কে আছে আর?
পেয়ে মাহে রমাজনের সাওগাত
জীবনের পাপ করিতে পারেনি ছাফ।
মাহে রমজান হলো
মহান রবের দেয়া উপহার,
প্রতি নেক আমলে পাবে
সত্তর গুণ সাওয়াব।
মুমিনের হিয়ায় বাজিতেছ বিন
পরিশোধ করিবে পাপের ঋণ,
ধরার বুকে দৃপ্ত রহমের কল্লোল,
মহান রবের নৈকট্য লাভের সুযোগ।