সংগ্রাম করে যাবো
সাব্বির হোসাইন
সংগ্রাম করে যাবো,
পাবো নাকো ভয়।
সংগ্রামে এনে দেবো আমাদের জয়।
প্রয়োজনে দেবো আরো রক্ত।
প্রয়োজনে দেবো আরো প্রাণ।
তবুও হবো নাকো মোরা এই পথ থেকে বিচ্যুত।
ভয় করি না মোরা প্রভু ছাড়া আর কাউকে
সত্যের সংগ্রামে নির্ভীক।
জেনে রাখো, নিশ্চয়ই এই সংগ্রাম একদিন হবেই বিজয়।