সত্যের কালিমা উড়বেই

সত্যের কালিমা উড়বেই

✍️কবি- মনোয়ার হুসাইন নাঈম

যে লেখায় প্রকাশ পায় না
সত্যের বাণী,
সে লেখা লিখে কেন করিবো
অপচয় কলমের কালি।

এক ফুটো কালি
শহীদের রক্তের চেয়ে দামি,
কেন অহেতুক নষ্ট করিবো
এই দামি কালি।

সত্য বড় তিতা লাগে,
ভালো লাগে না সবার কাছে।

অন্যায়ের প্রতিবাদ করিলে তবে,
শত্রু বেড়ে যাবে সবার চেয়ে।

সত্যের প্রচার করিতে গেলে,
বদ্ধ হবে চার দেওয়ালে।

তবুও থেমে থাকে নি,
সত্যের প্রচার বাদ দেয় নি।

চলে গিয়াছেন যত শহীদ গাজী,
তারা ইসলামের জন্য ধরেছেন নিজের জীবন বার বার বাজী।

নিউজটি শেয়ার করুন