ইসলামিক স্কুলে রহস্যজনক আগুন, অঙ্গার ১৭ শিশু

রহস্যজনক আগুনে পুড়ে গেছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি ইসলামিক স্কুল। এতে ১৭ জন শিশু নিহত এবং ১৬ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে উত্তর-পশ্চিম নাইজেরিয়ার জামফারা রাজ্যের কাউরান নামোদা এলাকার মাকারান্তা মাল্লাম ঘালিতে এ আগুন লাগে।

ইসলামিক বোর্ডিং স্কুলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে আনাদোলু এজেন্সিকে ঘটনার বর্ণনা দেন। তিনি কিছু ছবিও পাঠিয়েছেন। তার তথ্য মতে, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে এবং প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। আগুনে ১৫ থেকে ১৭ বছর বয়সী ১৭ জন শিশু নিহত হয়েছে । আহত আরও ১৬ জনের অনেকের অবস্থা গুরুতর।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে কারণ নির্ণয়ে তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে আরও জানিয়েছেন, শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লেগেছে। একজন প্রত্যক্ষদর্শী আবুবকর গুমি বলেন, শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লাগার ঘটনাটি ভয়াবহ ছিল। ঘটনার সময় স্কুল হোস্টেলে ১০০ জনেরও বেশি ছাত্র ছিল । নিহতরা পুড়ে কয়লার মতো অবস্থা। সেসব শিক্ষার্থীর মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি ।

কৌরা-নামোদা স্থানীয় সরকারের নির্বাহী চেয়ারম্যান মান্নির মুয়াজু হায়দারা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি বর্তমানে ঘটনাস্থলে আছি। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর আরও বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন