দিনে-দুপুরেও টঙ্গীতে ছিন্তায়ের আতঙ্ক বিরাজ করে

টঙ্গী স্টেশন রোডে বুধবার সন্ধ্যায় এক যুবককে ছিনতাইকারীরা কুপিয়ে আহত করেছে। দেশীয় অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করে তার কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ হাসপাতালে ভর্তি করে।

টঙ্গী, সাতাইশ, গাজীপুরা, চেরাগ আলীসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা প্রায় নিত্যদিনই ঘটছে। এমনকি বাসে যাত্রীদের ওপরও ছিনতাইকারীরা হামলা চালাচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, ১৫-২০ জনের ৫-৪টি কিশোর গ্যাং এসব অপরাধের সাথে জড়িত। তারা প্রতিনিয়ত এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে আসছে।

এদিকে, এসব ঘটনা সত্ত্বেও পুলিশের কার্যক্রম খুব একটা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীরা বলছেন, তারা আর একা চলাফেরা করতে পারছে না।

নিউজটি শেয়ার করুন