
গত ২২ জানুয়ারি, রোজ বুধবার সকাল ১০টায় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী ক্যান্টিন উদ্বোধন করা হয়। ক্যান্টিনের নাম দেওয়া হয় “মিল্লাত ক্যাফে অ্যান্ড স্টেশনারি”। উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিল্লাত ট্রাস্টের সভাপতি মোহাম্মদ কোরবান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ড. হিফজুর রহমান, উপাধ্যক্ষ মিজানুর রহমান, ইকবাল কবির এবং প্রমুখ শিক্ষকবৃন্দ। দোয়া-মুনাজাতের মাধ্যমে ক্যান্টিন উদ্বোধন করা হয়। এ সময় শত শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মুনাজাত শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এই ক্যান্টিনে সকল প্রকার ফাস্টফুড, সমুচা-সিঙ্গারা ও স্টেশনারি বিক্রি করা হচ্ছে। সকল পণ্যের দাম বাইরের হোটেল-রেস্টুরেন্টের তুলনায় অনেকটা কম রাখা হয়েছে। সমুচা প্রতিপিস ৩ টাকা, সিঙ্গারা ৫ টাকা, চিকেন বার্গার ৬০ টাকা এবং সকল ফাস্টফুড পণ্যে ২০-৩০ টাকা কমে মূল্য নির্ধারণ করা হয়েছে।
সকল কিছুর দাম বাইরের তুলনায় কম হওয়ায় উদ্বোধন শেষে ক্যান্টিনে ভিড় জমায় শিক্ষার্থীরা এবং বিভিন্ন খাদ্যসামগ্রী ক্রয় করে। শিক্ষার্থীরা বলছেন— “আমাদের অনেক দিনের চাহিদা ছিল ক্যান্টিনের। আমরা ক্যান্টিন পেয়ে অনেক খুশি। আমরা আশা করি, এই ক্যান্টিনের মাধ্যমে মিল্লাত এরিয়ার ব্যবসায়ী মহলের সিন্ডিকেট ব্যবসা দূর হবে।”