মিল্লাত টঙ্গীতে আলিম বিজ্ঞান (গ) শাখার বিদায় অনুষ্ঠান সম্পূর্ণ

দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর আলিম ২য় বর্ষের বি (গ) শাখার শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আলিম পরীক্ষায় প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে বিজ্ঞান (গ) শাখা থেকেই প্রায় ১৩০ জন শিক্ষার্থী আলিম পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।
এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রেণী শিক্ষক মাজহারুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমরা একসাথে দীর্ঘ ২ বছর অতিক্রম করেছি। আমি আশা করি, তোমরা আগামী দিনে মেডিকেল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমাদের মেধার স্বাক্ষর রেখে মিল্লাত প্রতিষ্ঠানের মান অক্ষুণ্ণ রাখবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে টি-শার্ট বিতরণ করা হয়। খয়েরি রঙের টি-শার্টের পেছনে (গ) শাখার সকল শিক্ষার্থীর নাম এবং ‘আলিম ২৫’ লেখা ছিল। এছাড়া, টি-শার্টে শহীদ নাসিরের নাম সবচেয়ে বড় করে লেখা হয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে শ্রেণী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একইসাথে সকল ক্লাস ক্যাপ্টেনকেও ক্রেস্ট প্রদান করা হয়।
এরপর, শ্রেণী ক্যাপ্টেনবৃন্দ তাদের বিদায়ী বক্তব্য প্রদান করেন। এ সময় তারা শ্রদ্ধার সাথে ২৪ জুলাই বিপ্লবে শহীদ হওয়া শহীদ নাসিরকে স্মরণ করেন এবং বলেন, “হাফেজ নাসির ছিল আমাদের কাছে একটি রত্ন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েকজন বিষয় শিক্ষক। বিদায়লগ্নে অনেক শিক্ষার্থী তাদের প্রিয় শিক্ষকদের সাথে ছবি তুলে এই মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখেন।
সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন