আলফা ইসলামী লাইফকে ৭ লাখ টাকা জরিমানা

দেশের চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে ৭ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একইসঙ্গে কোম্পানিকে যথাযথভাবে বীমা আইন পরিপালনের জন্য সতর্ক করা হয়েছে।

জরিমানার টাকা আগামী ১০ কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষের হিসাবে জমা দিতে বলা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) কর্তৃপক্ষের পরিচালক (আইন) উপসচিব মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত একটি স্মারকের মাধ্যমে বিষয়টি জানা গেছে। আইডিআরএ’র একটি সূত্রও কে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে।

আইডিআরএ -এর স্মারকে বলা হয়েছে, ২০২২ সালের বীমা দাবি নিষ্পত্তি ও তামাদি পলিসি সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য গত ২৪ জানুয়ারি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে আইডিআরএ। পরিদর্শনকালে বীমা দাবি নিষ্পত্তি ও তামাদি পলিসি সংক্রান্ত রেজিস্টারে সংরক্ষিত তথ্যে দেখা যায়, ২০২২ সালে কোম্পানির নিষ্পত্তিকৃত মৃত্যুদাবি পলিসি সংখ্যা ৪৬টি; যার বিপরীতে পরিশোধিত টাকার পরিমাণ ছাপ্পান্ন লাখ তেইশ হাজার আটশত ষোলো টাকা।

উক্ত বীমাকারীর ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদাবি বাবদ পরিশোধিত টাকার পরিমাণ সাতাশ লাখ ঊনত্রিশ হাজার চারশত ষোলো টাকা। মৃত্যু দাবি রেজিস্টারের সঙ্গে বার্ষিক প্রতিবেদনে উল্লিখিত টাকার মধ্যে আটাশ লাখ চুরানব্বই হাজার চারশত টাকার গড়মিল রয়েছে। ফলে বীমাকারী কর্তৃক দাখিলকৃত বার্ষিক প্রতিবেদনে মিথ্যা তথ্য প্রদান করায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে বীমা আইন ২০১০ এর ধারা ১০১ মোতাবেক দুই লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়।

স্মারকে আইডিআরএ আরও জানায়, পরিদর্শনকালে বীমাকারী আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সমর্পন দাবি/প্রত্যর্পণ মূল্য বাবদ পরিশোধিত পলিসির বিস্তারিত যাচাই করে দেখা যায়, ২০২১ সালের ইস্যুকৃত ১০৬টি পলিসি ও ২০২২ সালের ইস্যুকৃত ৬৭টি পলিসির ক্ষেত্রে পলিসি গ্রহণের ২ বছর পূর্ণ না হওয়া সত্ত্বেও সমর্পন দাবি/প্রত্যর্পণ মূল্য বাবদ মোট তিন কোটি ঊনত্রিশ লাখ পাঁচ হাজার ছয়শত বাহাত্তর টাকা পরিশোধ করেছে। কিন্তু বীমা আইন ২০১০ এর ধারা ৮৮ ও ৮৯ ধারা মোতাবেক লাইফ বীমা পলিসিসমূহ অন্যূন ২ বছর পর্যন্ত বলবৎ থাকলে তার প্রত্যর্পন মূল্য অর্জন করবে। এ ক্ষেত্রে বীমা আইন, ২০১০-এর ধারা ৮৮-এর নির্দেশ পরিপালনে ব্যর্থ হওয়ায় কর্তৃপক্ষ উক্ত আইনের ১৩০ ধারা মোতাবেক পাঁচ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।

আইডিআরএ বলছে, আলফা লাইফের ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালের আমাদি পলিসির হার যথাক্রমে ১৪%, ৮৫%, ৭৭% এবং ৬৪% যা অত্যধিক। এজন্য ভবিষ্যতে পলিসি তামাদির হার কমিয়ে আনার জন্য সতর্কও করা হয়।

এছাড়া কোম্পানিটি রেজিস্টার (পলিসি ও নারী) সংরক্ষণ প্রবিধানমালা, ২০১৭ এর প্রবিধি ৩ অনুসারে লাইফ বীমা পলিসি (মৃত্যুদাবি, সমর্পন দাবি, পরিশোধিত ও মেয়াদ উত্তীর্ণ দাবি) সংক্রান্ত রেজিস্টার সংরক্ষণ করছে না বলেও আইডিআরএর পরিদর্শনে উঠে এসেছে। এই অবস্থায় রেজিস্টার যথাযথভাবে লিপিবন্ধ ও সংরক্ষণ করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

জরিমানার বিষয়ে আলফা ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নুরে আলম সিদ্দিকী অভি কে বলেন, ২০২২ সালের বীমা দাবি নিষ্পত্তি ও তামাদি পলিসি সংক্রান্ত যে জরিমানা করা হয়েছে তা ঠিক আছে তারা এটা করতে পারে। কিন্তু আমাদেরও কিছু দাবি আছে। আমরা আগামীকাল আইডিআরএতে এই জরিমানার বিরুদ্ধে আপিল করব।

নিউজটি শেয়ার করুন