মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
নিউজ পাঠান
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
লেখা পাঠান

সংগ্রাম করে যাবো

সংগ্রাম করে যাবো,
পাবো নাকো ভয়।
সংগ্রামে এনে দেবো আমাদের জয়।
প্রয়োজনে দেবো আরো রক্ত।
প্রয়োজনে দেবো আরো প্রাণ।
তবুও হবো নাকো মোরা এই পথ থেকে বিচ্যুত।
ভয় করি না মোরা প্রভু ছাড়া আর কাউকে
সত্যের সংগ্রামে নির্ভীক।
জেনে রাখো, নিশ্চয়ই এই সংগ্রাম একদিন হবেই বিজয়।

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো