সরকারের নানা বিষয়ে বিএনপি’র অবস্থান জানালেন তারেক রহমানের উপদেষ্টা

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গণমাধ্যম সংস্কারের মতামত বিনিময় সভার আমন্ত্রিতদের তালিকা, বাংলা একাডেমি পুরষ্কার এবং সরকারি খরচে হেলিকপ্টারে করে শীতবস্ত্র বিতরণ বিষয়ে কথা বলেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

আজ (২৭ জানুয়ারি) সোমবার তার ফেসবুক একাউন্টে একটি পোস্টে ড. মাহদী আমিন লিখেছেন, অতীতের গণ্ডি থেকে বেরিয়ে এসে আমাদের নতুন পথ রচনা করতে হবে। তবে সেই পথটি প্রশ্নবিদ্ধ বা অস্বচ্ছ নয়; হতে হবে সুষ্ঠু এবং স্বাভাবিক। কিন্তু আলোচনা হচ্ছে, এই লক্ষ্যে যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা কি আসলেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে?

গণমাধ্যম সংস্কার কমিশনের সভা বিষয়ে তিনি বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়েছে ফ্যাসিবাদের সহযোগীদের, যার মধ্যে রয়েছে পতিত আওয়ামী লীগের অবৈধ মন্ত্রী, এমপি, তাদের সন্তান ও ব্যবসায়িক পার্টনার, এমনকি শেখ হাসিনার স্বজন ও উপদেষ্টাও। এটি অত্যন্ত উদ্বেগজনক যে, ফ্যাসিবাদী দোসরেরা রাষ্ট্রীয় পরিসরে এভাবে পুনর্বাসিত হচ্ছে। কিভাবে তারা এত সহজে সংস্কার ব্যবস্থার অংশ হলো এবং বর্তমান সরকারের কিছু অংশের সাথে পতিত স্বৈরাচারের সম্পর্ক কী, সংশ্লিষ্ট উপদেষ্টাদের কাছ থেকে সেটি জানা গুরুত্বপূর্ণ।

সম্প্রতি বহুল আলোচিত বাংলা একাডেমি পুরষ্কারের বিষয়ে মাহদী আমিন বলেন, বাংলা একাডেমি পুরষ্কারের জন্য যাদের নাম প্রস্তাব করা হয়েছিল, সেখানেও ফ্যাসিবাদের সাথে জড়িত কিছু লোকের নাম ছিল, যা উদ্বেগজনক। অথচ আমরা বিশ্বাস করি, বিভিন্ন রাষ্ট্রীয় পদক ঘোষণার ক্ষেত্রে যারা রাজপথ, বুদ্ধিবৃত্তিক অঙ্গন বা সোশ্যাল মিডিয়ায়, দেশে বা বিদেশে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অসীম অবদান রেখেছেন তাদের মূল্যায়ন তথা স্বীকৃতি প্রদান করা উচিত।

হেলিকপ্টারে করে গিয়ে শীতবস্ত্র বিতরণকে ‘পরিকল্পিত অপচয়’ বলে উল্লেখ করে বিষয়ে তারেক রহমানের উপদেষ্টা বলেন, সরকারি খরচে হেলিকপ্টারে করে দেশের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, যেখানে বিতরণকৃত শীতবস্ত্রের চাইতে হেলিকপ্টারের খরচ বেশি। কেন এই পরিকল্পিত অপচয়?

তিনি আরও বলেন, ভ্যাট বৃদ্ধি করে জনগণের দৈনন্দিন জীবনে চাপ সৃষ্টি করার পাশাপাশি, রাষ্ট্রযন্ত্রে ফ্যাসিবাদের ক্রমবর্ধমান বিস্তার ও পুনর্বাসন, এবং গণহত্যা-নিপীড়ণের বিচার প্রক্রিয়ায় স্থবিরতা, এমনকি দায়িত্বপ্রাপ্ত কারো-কারো বিতর্কিত মন্তব্যের পরেও, আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাচ্ছি।

অন্তর্বর্তী সরকারের নানা বিষয়ে বিএনপির অবস্থান সম্পর্কে ড. মাহদী আমিন বলেন, বিএনপি বারবার বলেছে, অন্তর্বর্তী সরকারের সফলতা বাংলাদেশের সফলতা, আর এই সরকারের ব্যর্থতা বাংলাদেশের ব্যর্থতা। সেই লক্ষ্যে, সরকার যেন ব্যর্থ না হয়, বিএনপির সমর্থন ও সহায়তা সব সময় থাকবে।

জনগণের প্রত্যাশা বিষয়ে সরকারের প্রতি তাদের কার্যক্রমে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ও গণতান্ত্রিক মূল্যবোধ থাকা উচিত বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন