এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নির্বাচন দ্রুত না হলে অন্য ধরনের শক্তির উত্থান হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ৬৯’র গণঅভ্যুত্থানে নিহত শহীদ আসাদ এর ৫৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারিনি। অনেক নতুন নতুন বিতর্ক তৈরি করছেন। এই ধরনের নির্বাচন দ্রুত না হলে অন্যধরনের শক্তির উত্থান হয়।
তিনি আরও বলেন, কে জিতলো সেটা বড় কথা নয়। নির্বাচনটা হওয়াই মূখ্য। নির্বাচন শুধু একটা দলকে ক্ষমতায় নিয়ে যাওয়া নয়, গণতন্ত্রের পথে যাওয়া। সংস্কার নিয়ে কথা হচ্ছে, তাহলে কি আমরা ৪-৫ বছর অপেক্ষা করবো? আমলাতন্ত্র আগের মতোই চলছে। ন্যুনতম সংস্কার শেষে নির্বাচন দেয়ার পর নির্বাচিত সরকার বাকি সংস্কার করবে।
তিনি অভিযোগ করে বলেন, বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। আমরা আশা করব তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে।