বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া | চ্যানেল আই অনলাইন

গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিটে বিমানবন্দরের গেইটে খালেদা জিয়ার গাড়িবহর প্রবেশ করে।

এর আগে, রাত ৮. ১৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি।

খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে ঘিরে বিমানবন্দর সড়কে নেতাকর্মীদের ঢল নেমেছে বিকেল থেকে। তাকে বিদায় জানাতে সড়কে সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। গুলশানে খালেদা জিয়ার বাসভবন থেকে বনানী মূল সড়ক পর্যন্ত এক মানবপ্রাচীর তৈরি হয়েছে। সেইসঙ্গে নেতাকর্মীদের স্লোগান আর মিছিলে উত্তাল পুরো গুলশান-বনানী এলাকা।

নিউজটি শেয়ার করুন