জাতির ভাগ্য নির্ধারণ হবে ২০২৫ সালে: জামায়াত সেক্রেটারি

সমাজ ও রাষ্ট্র জীবনে ইসলামের বিকৃত ব্যাখ্যা দূর করতে হবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশ পুনরায় ফ্যাসিবাদের কবলে পড়বে, নাকি কল্যাণ রাষ্ট্র হওয়ার যাত্রা শুরু করবে সেই ফয়সালা ২০২৫ সালে হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জেলা পর্যায়ের ইমাম ও খতিবদের সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে জেলা ইমাম ও খতিবদের প্রতিনিধিরা ছাড়াও জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এসময় সমাজ ও রাষ্ট্র জীবনে ইসলামের বিকৃত ব্যাখ্যা দূর করতে ইমাম ও খতিবদের এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০২৫ সাল শুরু হলো। বাংলাদেশের সমাজ, রাজনীতি ও ইকামতে দ্বীনের আন্দোলনের জন্য ২০২৫ সাল টার্নিং পয়েন্ট। বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি যে তাকিয়ে আছে, সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যাবে কি না, নাকি নতুন কোনো নৈরাজ্য আবার পিছিয়ে দেবে, সেই ফয়সালার বছর হচ্ছে ২০২৫ সাল।

এসময় জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কোনো কথা বলা যাবে না। এছাড়া ইসলামের সঠিক বাণী তৃণমূলে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। তবে বাছ-বিচার না করে কারো ব্যাপারে কোনো ধারণা করা যাবে না বলেও উল্লেখ করেন সংগঠনটির আমির।

নিউজটি শেয়ার করুন