দলের পরবর্তী নীতি ও কৌশল নিয়ে জরুরি আলোচনা করতে আজ সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার রাত সাড়ে ৮টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গুলশানের চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে ভার্চুয়ালি যোগ দিবেন তারেক রহমান।
দলের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ যাওয়ার আগে আজ রাতের এই বৈঠকটি গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ৮টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিবেন বেগম খালেদা জিয়া। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করবেন বিএনপি নেত্রী।