পাঁচবিবিতে শীতার্ত মানুষের পাশে আসিফ আকবর ফাউন্ডেশন

প্রচণ্ড শীতের এই মুহূর্তে শীতার্ত গরিব অসহায় মানুষের পাশে দাড়ালো কণ্ঠশিল্পী আসিফ আকবর ফাউন্ডেশন। জয়পুরহাটের পাঁচবিবিতে আসিফ আকবর ফাউন্ডেশন এর সহযোগিতায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ রোববার (৫ই জানুয়ারী) বিকেলে ভাস্কর ও কণ্ঠশিল্পী এম আই মিঠুর উদ্যোগে স্থানীয় পৌর পার্কে ৭ শতাধিক গরিব অসহায় শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম-আহবায়ক মাসুদ রানা প্রধান, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তালুকদার রুকু, প্রবীণ শিক্ষক প্রদিপ কুমার, পাঁচবিবি থানা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ডালিম, হাকিমপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজাদ আলী, প্রবীণ শিক্ষক সাঈদ ইবনে আলী, প্রভাষক আহসান হাবীব, প্রভাষক জামিল হোসেন, ছাত্রদল নেতা জনাবুর রহমান জনি, আবু তাহের ও রাব্বিউল ইসলাম রকি প্রমূখ।

এ সময় জয়পুরহাট-পাঁচবিবির বিভিন্ন গ্রাম এবং পার্শ্ববর্তী উপজেলা থেকে আগত সুবিধা বঞ্চিত ও এতিম বাচ্চাদের মাঝে শীত বস্ত্র তুলে দেয়া হয়।

কণ্ঠশিল্পী আসিফ আকবর ফাউন্ডেশন, আগামীতেও এভাবেই মানবতার সেবায় দুঃস্থদের পাশে থাকবেন বলে জানান আয়োজক শিল্পী এমআই মিঠু।

নিউজটি শেয়ার করুন