দেশ গড়ার নতুন সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু কেন জানি আমরা সংকীর্ণতায় ভুগছি বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ৫০বছর পূর্তী উপলক্ষে সুর্বণ জয়ন্তীর আয়োজন করা হয়। কলেজের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
পতিত আওয়ামীর সরকারের আমলে বিরোধী পক্ষের উপর হামলা নিযার্তন সহ দেশের সম্পদের নানা লুটপাটের চিত্র ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গনতন্ত্রের জন্য যুদ্ধ শেষ হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, সবাই মিলে দেশ গঠন করার কথা কিন্তু এই জায়গায় কেন জানি ব্যর্থতা দেখা দিচ্ছে।
মির্জা ফখরুল বলেন, আজ নতুন একটা সম্ভাবনা দেশ গড়ার। কিন্তু কেন জানি একটা সংকীর্ণতা দেখা দিচ্ছে। রাজনৈতিক দলগুলোর ঐক্য দেখা দিচ্ছেনা। সবাই কে উঠে দাড়াঁতে হবে। সুস্পস্ট লক্ষ্য নিয়ে এগুতে হবে। যে স্বপ্ন আমরা দেখছিলাম তা পুর্ণ করতে হবে।
বিএনপি মহাসচিব সব ভেদাভেদ ভুলে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা সফল করার জন্য সবাইকে মিলে স্বদব্যবহার করার আহবান জানিয়েছেন।
দেশ গড়ার প্রত্যয় নিয়ে ভবিষৎ প্রজম্ম গনতন্ত্রের স্বপ্ন পুরণের আশা-আকাঙ্খা বাস্তবায়নে সহায়তা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।