যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের সামনে একটি টেসলা সাইবার ট্রাক বিস্ফোরিত হয়েছে। এতে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (১ জানুয়ারি) ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে টেসলার সাইবার ট্রাকটি বিস্ফোরিত হয়। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়।
হোটেলের ভেতরে ও বাইরে প্রত্যক্ষদর্শীদের দ্বারা তোলা ভিডিওতে দেখা গেছে, গাড়িটি হোটেলের বাইরে দাঁড় করানো ছিল। হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুনের শিখা বের হতে থাকে। মুহূর্তে গাড়িটি পুড়ে যায়।
এফবিআইয়ের বিশেষ এজেন্ট ইনচার্জ জেরেমি শোয়ার্টজ বলেন, বিস্ফোরণটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা এখনো স্পষ্ট নয়। আমি জানি, সবাই এই শব্দটিতে আগ্রহী। আমরা চেষ্টা করছি। এফবিআই গাড়িচালকের পরিচয় শনাক্ত করেছে। গাড়িটি কলোরাডো থেকে ভাড়া করা হয়েছিল। কিন্তু তদন্তের স্বার্থে চালকের পরিচয় এখনই প্রকাশ করা হবে না। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।