বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য ও নেতারা একেরপর এক পোস্ট দিয়ে যাচ্ছেন ফেসবুকে। সবার পোস্টেই ৩১ ডিসেম্বর কিছু একটা হতে যাচ্ছে বলে ঘোষণা। নতুন রাজনৈতিক দল ঘোষণা আসছে, নাকি কোনো আন্দোলনের কর্মসূচি ঘোষণা হবে তা জানা যায়নি।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে ফেসবুকে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা। বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে।
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইন শা আল্লাহ!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, Comrades, 31st DECEMBER! Now or Never.।
আর সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, All eyes on 31st December, 2024. Now or Never!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য ও নেতাদের পাশাপাশি উপদেষ্টা আসিফ মাহমুদও তার ব্যক্তিগত ফেসবুক থেকে লিখেছেন, Comrades Now or Never.
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সূত্রে জানা যায়, বাংলাদেশের স্বাধীনতার সময় যেমন ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, তেমনই ৩১ ডিসেম্বর জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হতে পারে। আনুষ্ঠানিকভাবে বিষয়টি এখনও জানানো হয়নি।
ওই দিন নতুন কোনো রাজনৈতিক দল ঘোষণা হবে কিনা, তা জানাতে পারেননি সমন্বয়ক ও নাগরিক কমিটির কেউ।