বিগত ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় বিদেশে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন দীর্ঘ ১৩ বছর পর আজ শনিবার (২৮ ডিসেম্বর) দেশে ফিরেছেন।
শনিবার বেলা ১১টা ২৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের তাকে বহনকারী ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ১২টার বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হন তিনি।
এসময় হাজার হাজার জনতার ভালবাসায় সিক্ত হন বিএনপির জনপ্রিয় এই নেতা। ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাকে। পরে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যান কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য শাহ মোয়াজ্জেম হোসাইন।