শীতেও কমছে না ডেঙ্গুর প্রকোপ, রোগীতে ঠাসা হাসপাতাল

চলতি বছর ডেঙ্গু শনাক্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। আর মারা গেছেন ৫৬৫জন। এখনো আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন হাজারের কাছাকাছি। শীত মৌসুমেও রোগটির প্রকোপ কমছে না। কিটত্বত্তবিদরা বলছেন, মশা নিধনে প্রচলিত কীট খুব একটা কার্যক্রর না।  

চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ১ লাখ ৫৫৮ জন রোগটিতে শনাক্ত হয়েছে। এদের মধ্যে শুধু ঢাকা বিভাগেই শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৫০৭ জন। আর ঢাকার দুই সিটির সবচেয়ে বেশি সনাক্ত হয়েছে উত্তর সিটি করপোরেশনে ২১ হাজার ১৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতো সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫শ ৬৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে ৩৮৯ জন। আর সবচেয়ে কম প্রাণহানী হয়েছে ১ জন চট্টগ্রাম সিটি করপোরেশনে। এখনো সারাদেশে হাসপাতালে ভর্তি আছে হাজারের কাছাকাছি রোগী।

কীটত্বত্তবিদরা বলছেন, মশা নিধনে প্রচলিত কিট খুব একটা কার্যকর নয়।

মশা নিধনে সারা দেশ ব্যাপী ক্রাশ প্রোগ্রামে গুরুত্ব দেয়ার কথা বলেন কিটত্বত্তবিদরা। আগামী মৌসুমের আগেই মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদও দেন তারা।

নিউজটি শেয়ার করুন