জনগণের মতামত নির্বাচনী ব্যবস্থায় প্রতিফলনে ঐকমত্যের বিকল্প নেই: আলী রীয়াজ

সংবিধান সংস্কার কমিশনের চেয়াম্যান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া গণতন্ত্র ও মানবিক মর্যাদা অর্জন কখনোই সম্ভব নয়। জনগণের মতামত নির্বাচনী ব্যবস্থায় প্রতিফলিত করতে ঐকমত্য প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও জানান তিনি।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটের খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) আয়োজিত দুদিনব্যাপী জাতীয় সংলাপের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তৃতায় এসব কথা বলেন।

সরকার গঠন, নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের সম্পর্ক সুনির্ধারিত করে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও নাগরিকদের প্রশ্ন করার ক্ষমতা অবশ্যই প্রাতিষ্ঠানিক কাঠামোর অংশ হতে হবে।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যের গুরুত্ব তুলে ধরে সংবিধান সংস্কার কমিশনের চেয়াম্যান বলেন, ‘অতীতের স্বৈরতন্ত্রবিরোধী লড়াই শুধুই সূচনা মাত্র। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত জবাবদিহিমূলক ও ক্ষমতার বিকেন্দ্রীকরণে সক্ষম রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।’

তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে এবং জনগণের মতামত নির্বাচনী ব্যবস্থায় প্রতিফলিত করতে ঐকমত্য প্রতিষ্ঠার বিকল্প নেই।

অধ্যাপক আলী রীয়াজ তার বক্তব্যের শুরুতেই ‘জুলাই-আগস্টের’ বৈষম্য বিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি শহিদদের আত্মত্যাগ ও তাদের পরিবারের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে কোনো বক্তব্য দেওয়া নৈতিকভাবে সঠিক হবে না।

সংলাপে আলোচিত বিষয়গুলো দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হতে পারে বলেও অধ্যাপক আলী রীয়াজ উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন