চাঁদাবাজির মতো ঘৃণিত কাজ না করতে জামায়াতের আমিরের নির্দেশ

চাঁদাবাজির মতো ঘৃণিত কাজ না করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একদল চাঁদাবাজি করে পালিয়েছে, আরেকদল চাঁদাবাজি করুক তা চাই না।

শুক্রবার ২৭ ডিসেম্বর যশোর কেন্দ্রীয় ঈদগাহে দলীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন।

তিনি বলেন, জামায়াত সেই রাষ্ট্র দেখতে চায়, যেখানে ধনী-গরিবের ভারসাম্য থাকবে। রাষ্ট্র সবার অধিকার নিশ্চিত করবে। চেতনার বড়ি বিক্রি হবে না এবং কেউ দাসও হবে না।

এসময় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি-অপশাসনের অভিযোগের বর্ণনা করেন। তিনি বলেন, তারা দেশকে উন্নয়নের মহাসড়কে উঠিয়েছিল দাবি করলেও দেশে চলেছে হাহাকার। তাদের লুটপাটের কারণে ব্যবসা-বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। মানুষ আগুন দিয়ে পেট ভরছে। স্বৈরাচার চলে গেলেও চাঁদাবাজ, দখলদার ও জুলুমমুক্ত হয়নি দেশ।

নিউজটি শেয়ার করুন