চিকিৎসকদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: জামায়াত আমীর

চিকিৎসকদের প্রতি দেশের জনগণের যে অসীম প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে জামায়াতপন্থি চিকিৎসকদের সংগঠন-‘ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ’র চিকিৎসকদের জাতীয় সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় চিকিৎসকদের নিজেদের মেধার সর্বোচ্চ দিয়ে, ফ্যাসিস্ট সরকারের কারণে ধসে যাওয়া চিকিৎসা ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান জামায়াতের আমীর।

ন্যাশনাল ডক্টরস ফোরামের এই সমাবেশে সারাদেশ থেকে আগত দুই হাজারেরও বেশি চিকিৎসক যোগ দেন। এনডিএফ’র চিকিৎসক সমাবেশ থেকে ১৪ দফা দাবি সম্বলিত একটি ঘোষণাপত্র উপস্থাপন করা হয়।

ওই ঘোষণাপত্রের কয়েকটি দাবির মধ্যে অন্যতম- বিগত সরকারের আমলে বঞ্চিত চিকিৎসকদের পদোন্নতি, বেসরকারি চিকিৎসকদের যৌক্তিকভাবে বেতন ভাতা নির্ধারণ, বিএমডিসিকে কার্যকর করাসহ চিকিৎসকদের নিরাপত্তায় স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন।

নিউজটি শেয়ার করুন