সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে মানুষের কোন আগ্রহ নেই: আলাল

সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে মানুষের কোন আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

আজ শনিবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা মানুষ। অবিলম্বে তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান বিএনপির এই নেতা।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির সকল নেতাকর্মীর রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের মুক্তিও দাবি করেন আলাল।

নিউজটি শেয়ার করুন