অবৈধ বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের খুঁজে বের করতে দিল্লির সকল স্কুলকে নির্দেশ দিয়েছে দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি)। স্কুলগুলোতে ভর্তির সময় শিক্ষার্থীদের পরিচয় যথাযথভাবে শনাক্ত ও যাচাইয়ের নির্দেশনাও দেওয়া হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৮ ডিসেম্বর) এক অফিস আদেশে এই নির্দেশনা দেয় দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি)।
প্রতিবেদনে বলা হয়, গত ১২ ডিসেম্বর জিএনসিটিডি’র (দিল্লি সরকার) প্রিন্সিপাল সেক্রেটারির (স্বরাষ্ট্র) সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠক করে এমসিডি। সেখানে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও বাংলাদেশ থেকে থেকে আসা অবৈধ অভিবাসীদের জন্ম সনদ না দেওয়ার জন্য ভারতের জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এমসিডি-ও তাদের এ বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলে এবং শিক্ষার্থীদের পরিচয় সঠিকভাবে শনাক্তকরণ এবং যাচাইকরণের নির্দেশ দেওয়া হয়েছে।