আজকের যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুন্দর বাংলাদেশের জন্য আমাদের যুদ্ধ করতে হবে। আজকের যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার, আর যোদ্ধা আমরা সবাই।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক- মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবার প্রস্তুতি নিতে হবে।

রাষ্ট্রকাঠামো নির্মাণে বিএনপির ৩১ দফা নিয়ে সারাদেশে ধারাবাহিক কর্মাশালা হচ্ছে। ঢাকা বিভাগে তৃতীয় দিনের কর্মশালা ছিল মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ আর নরসিংদী। কর্মাশালায় ছিলেন কেন্দ্রীয় নেতারাও।

দিনব্যপী কর্মশালায় অনলাইনে যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এসময় তিনি জনগণের আস্থা অর্জন করে নেতা-কর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন