বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যার প্রতিবাদে আশুলিয়াতে বিক্ষোভ সমাবেশ

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আশুলিয়াতে জুলাই বিপ্লবে সক্রিয় যোদ্ধা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সিরিয়াল কিলিং এর প্রতিবাদে ও এর বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি ইয়ুথ অ্যাসোসিয়েশন।

সম্প্রতি গত ১২ ই ডিসেম্বর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী তাজবির হোসেন শিহান ও ১৪ ই ডিসেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ওয়াজেদ সীমান্তকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। আর বাড্ডা লেক থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ।

আজ বুধবার (১৮ ই ডিসেম্বর) বিকাল ৪:৩০ মিনিটে আশুলিয়া খাগান বাজার এলাকায় সড়ক অবরোধ করে উল্লিখিত হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রাইভেট ইউনিভার্সিটি ইয়ুথ অ্যাসোসিয়েশন। এ সমাবেশে ড্যাফোডিল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেয়।

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা এসব হত্যাকান্ডকে পরিকল্পিত উল্লেখ করে আগামী দুই কার্য দিবসের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে খুনিদের শনাক্ত করে বিচার, শহীদ শিহান ও শহীদ সীমান্তের পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ প্রদান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীসহ জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা রাখা সহযোদ্ধাদের যথাযথ নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দেশের প্রয়োজনে প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে শেষ করা হয় সমাবেশ।