নতুন যাত্রার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন – মো:রিদওয়ান সিদ্দিকী

প্রিয় “দিগন্ত কণ্ঠ” পরিবার,

আপনাদের নতুন যাত্রার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গণমাধ্যম শুধু তথ্যের বাহক নয়, এটি সত্য ও ন্যায়ের পথিক। “দিগন্ত কণ্ঠ” সেই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে, এটাই আমার প্রত্যাশা।

সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা সমাজের পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করবেন। পাঠকের আস্থা অর্জন করে “দিগন্ত কণ্ঠ” হয়ে উঠুক নতুন যুগ-দিগন্তের প্রেরণা। আপনাদের এই উদ্যোগ সফল হোক এবং দীর্ঘস্থায়ী হোক।

শুভ কামনায়,
মো:রিদওয়ান সিদ্দিকী
শিক্ষার্থী,মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
সহকারী শিক্ষক, রাজশাহী টিউশন মিডিয়া।

নিউজটি শেয়ার করুন