






আমার বিনয় শিক্ষার প্রথম অধ্যায়ে শুনেছিলাম,এ মহাবিশ্ব আর সৃষ্টি রহস্যের মহাসাগরে আমি এক জলকণা মাত্র।আর আপনি সে জলকণার হৃদয়ে প্রশস্ততার বীজ বুনে দিলেন।বললেন:তুমি সেই জলকণা যার ভেতরে রয়েছে গোটা সমুদ্র,দেখালেন















আমাদের সাহিত্য বিভাগ নিয়মিত প্রকাশিত হয়। আপনার লেখাটি পাঠিয়ে দিন আমাদের নিকট।

আমাদের সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত থাকুন। সকল আপডেট পান আপনার নিউজফিডে।

আমরা নাগরিক সাংবাদিকতা উৎসাহ প্রদান করি। পাঠিয়ে দিন আপনার নিউজটিও।







প্রযুক্তিতে অভিনব জায়গা দখল করে চলেছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই)। প্রযুক্তিদুনিয়াকে অবাক করে দিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে এটি। এবার হোয়াটসঅ্যাপেও যুক্ত হলো এআইয়ের সহজ ও নতুন ফিচার। হোয়াটসঅ্যাপে যারা বানান

|| ইসলামো-ফিলিয়া || হুমাইয়া ছালছাবিল ফাইজা [চার] মন থেকে নোমান সিদ্ধান্ত নিয়েছে মৃণালের বাসায় আর কখনো যাবে না, যদি এ তার মনের বাচ্চামি গুমোট হয় তবে তাই। বন্ধুর সঙ্গে দেখা