ঈদের ছুটিতে সারাদেশে রের্কড সড়ক দুর্ঘটনা

ঈদের ছুটিতে রের্কড সড়ক দুর্ঘটনা ঘটেছে সারাদেশে। এরমধ্যে মোটরসাইকেল জনিত দুর্ঘটনায় সবচেয়ে বেশি।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পঙ্গু পুনর্বাসন হাসপাতাল নিটোরে ঈদের ছুটির ৮ দিনে প্রায় ১৫ জন আহত চিকিৎসা নিয়েছে।

এরমধ্যে ৩১ মার্চ থেকে ৩ এপ্রিল এই ৪ দিনে ভর্তি হয়েছে ৩৪৩ জন। নিটোর কর্তৃপক্ষ বলছে, একহাজার শয্যার হাসপাতালে বর্তমান আর কোন নতুন রোগীর ভর্তির সুযোগ নাই।

৩০ মার্চ ঈদের আগে শেষ কর্মদিবস ছিল। পরদিন শুক্রবার থেকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১ হাজার ২৮ জন রোগী এসেছে নিটোরে।

দেশের দূর দূরান্ত থেকে দুর্ঘটনার শিকার আহতদের মধ্যে ২৭১ জনের জরুরি অস্ত্রপচার করা হয়। ৩৪৩ জন মুমূর্ষ রোগীকে ভর্তির প্রয়োজন হয়।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল কর্তপক্ষ বলছেন, অতীতের অভিজ্ঞতা থেকে ঈদে ঘরমুখী মানুষেরা সড়ক দুর্ঘটনা গত ৮ দিনে রের্কড সংখ্যক। প্রায় ১ হাজার ৫০০ জন আহত রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে হাসপাতালে।