প্রতিবেদকঃ মো:সাব্বির হোসাইন
কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের আদর্শপাড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শনিবার (২৯ মার্চ) আদর্শপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ১৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, সেমাই, দুধ, চিনি, লবণ ও সাবান। আদর্শপাড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ডা. ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ মাহমুদুল হাসান। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন রূপালী ব্যাংক টঙ্গী শাখার ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম, আদর্শপাড়া কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হক এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংস্থার অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা ঐক্য ও সম্প্রীতির কালিগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আদর্শপাড়া সমাজ কল্যাণ সংস্থাকে ধন্যবাদ জানান।