ইয়েমেনে মার্কিন হামলার পরিকল্পনা সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে যাওয়া নিয়ে সরগরম যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে দেশটির প্রতিরক্ষা সচিবের ইস্তফা দাবি করেছে বিরোধীরা। এমন সময় তার পাশে দাঁড়িয়ে নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানকে দুষলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তিনি খুব ভালো কাজ করছেন। তিনি এই বিষয়ে (তথ্য ফাঁস) কিছুই করেননি।’ শুধু তাই নয়, এই ঘটনার দায় তিনি পরোক্ষভাবে চাপিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের ওপর। ট্রাম্পের ভাষায়, ‘সুলিভান এ বিষয়ে দায়িত্ব নিয়েছেন।’
;
মূলত, ঘটনার সূত্রপাত হয় যখন একটি গোপন গ্রুপ চ্যাটে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা ইয়েমেন হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ করেই ভুলবশত সেই গ্রুপে মার্কিন সাংবাদিক ও ‘দ্য আটলান্টিক’-এর সম্পাদক জেফ্রি গোল্ডবার্গকে যুক্ত করে ফেলেন সুলিভান। এতেই ফাঁস হয়ে যায় ইয়েমেনে মার্কিন হামলার গোপন পরিকল্পনা।
গোল্ডবার্গ আরও দাবি করেন, গত ১৩ মার্চ আমেরিকার জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ‘হুথি পিসি স্মল গ্রুপ’ নামক একটি গোপন ফোরামে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিলেন। এর দুই দিন পর, ১৫ মার্চ ইয়েমেনে হামলা চালায় মার্কিন বাহিনী। কিন্তু হামলার আগেই সেই অভিযানের পরিকল্পনা জনসমক্ষে চলে আসে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোনো গোপন তথ্য ফাঁস হয়নি। বুধবার সাংবাদিকদের সাথে আলোচনায় ট্রাম্পও একই বক্তব্য রাখেন। অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এই ঘটনাকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেন। তবে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন একে ‘বড় ধরনের ভুল’ হিসেবে স্বীকার করেছেন।