বিএনপির এই কাজে লজ্জিত হওয়া উচিত: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হাতিয়ায় দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনায় কঠোর নিন্দা এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বলেছেন, বিএনপির এই কাজে লজ্জিত হওয়া উচিত।

;

আজ (২৫ মার্চ) মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে তিনি এ অবস্থান তুলে ধরে তিনি স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে হান্নান মাসউদের মতো তরুণদের ভূমিকা স্মরণ করে বলেন, বিএনপিসহ অন্যান্য দল এই ত্যাগের কথা ভুলে যাওয়া উচিত নয়।

বিএনপিকে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল আচরণের পরামর্শ দিয়ে তিনি বলেন, গত ১৬ বছরে বিএনপি যে নির্যাতনের শিকার হয়েছে, তা তাদের নেতাকর্মীদের জানানো হোক। পাশাপাশি আওয়ামী লীগের ভুলগুলোর পরিণতিও তুলে ধরা উচিত।

সারজিস বিএনপিকে সতর্ক করে বলেন, বর্তমান প্রজন্ম রাজনৈতিকভাবে সচেতন। বিএনপিকে এই প্রজন্মের মনোভাব গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তিনি।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় হাতিয়ার জাহাজমারা বাজারে হান্নান মাসুদের পথসভায় হামলা হয়। এতে তিনি সহ অন্তত ২০ জন আহত হন। প্রতিবাদে এনসিপি রাতেই ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এনসিপি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো করেছে।