ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জো বাইডেনের আমলে দেয়া মানবিক প্যারোল কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ৫,৩০,০০০ এরও বেশি অভিবাসীর অস্থায়ী আইনি মর্যাদা বাতিলের ঘোষণা দিয়েছে।
;
এক্সপ্রেস ডট কম জানিয়েছে, এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ এপ্রিলের পর কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা এসব অভিবাসীর বৈধ অবস্থান বাতিল করা হবে। পাশাপাশি, ট্রাম্প প্রশাসন ইউক্রেন থেকে আগত প্রায় ২,৪০,০০০ শরণার্থীর মর্যাদা পুনর্বিবেচনারও পরিকল্পনা করছে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে গত শুক্রবার ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক নোটিশে এই ঘোষণা দেওয়া হয়। বিভাগের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম স্বাক্ষরিত এই নথিতে উল্লেখ করা হয়েছে, বাইডেন প্রশাসনের সিএইচএনভি প্রোগ্রামটি “অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থ” এবং এটি মার্কিন সীমান্ত নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছে।
২০২২ সালের অক্টোবরে চালু হওয়া এই প্রোগ্রামের মাধ্যমে চারটি লাতিন আমেরিকান ও ক্যারিবীয় দেশ থেকে মাসে ৩০,০০০ অভিবাসীকে আর্থিক স্পনসরশিপ ও দুই বছরের কাজের অনুমতি দেওয়া হত। বাইডেন প্রশাসনের দাবি ছিল, এটি বৈধ পথে অভিবাসন সুগম করে মানব পাচার রোধ করবে। তবে ট্রাম্পপন্থী সমালোচকরা এটিকে “অবৈধ অভিবাসনের ব্যাকডোর” বলে আখ্যায়িত করেন।