বাজারে নিত‍্যপণ্যের দাম বৃদ্ধি না পাওয়ায় আপাতত স্বস্তি

বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে হাহাকার কমতে শুরু করেছে। চাল, ব্রয়লার মুরগী, নতুন সবজি বাদ দিলে আর কোন পণ্যের দাম তেমন বাড়েনি। দেশি ফলের দাম খানিকটা চড়া হলেও সরবরাহ ভালো। একই রকম অবস্থা বিদেশী ফলে, আপেল এবং কালো আঙ্গুরের দাম বাড়তি। কিন্তু রমজান মাসে চাহিদার শীর্ষে থাকা মাল্টা, নাসপাতির দাম বাড়েনি।