জেলেনস্কিকে ক্ষমা চাইতে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকে সাংবাদিকদের সামনেই তর্কে জড়ান। এ নিয়ে বিশ্ব তোলপাড়। যুক্তরাষ্ট্রেও বইছে সমালোচনার ঝড়। বিশেষ করে বিরোধী দল ডেমোক্র্যাটরা ট্রাম্পকেই দোষারোপ করছেন।

তবে উল্টো জেলেনস্কিকেই ক্ষমা চাইতে বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে জেলেনস্কি আসলেই শান্তি চান কি না সে প্রশ্নও তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

সিএনএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রুবিও দাবি করেন, পুরো বিষয়টি ব্যর্থ করে তুলেছেন জেলেনস্কি। তাই তার ক্ষমা চাওয়া উচিত। হোয়াইট হাউসের ওই বৈঠকে ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং জেলেনস্কির মধ্যে ত্রিমুখী বাগ্‌বিতণ্ডা হয়।

জেলেনস্কি আগ্রাসীভাবে কথা বলছিলেন বলেও দাবি করেন রুবিও। জেলেনস্কি যে শান্তি চান না তার কর্মকাণ্ডে সেটাই ফুটে উঠেছে।

চলতি সপ্তাহে ইউক্রেন যুদ্ধ নিয়ে জল বেশ ঘোলা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের নেতাদের সঙ্গে টানাপোড়েনের পর এবার জেলেনস্কিকেও কড়া কথা শুনিয়ে দিলেন ট্রাম্প। এতে তিন বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন তার চেয়ে বেশি কিছু হারাতে পারে কিয়েভ।

নিউজটি শেয়ার করুন