লিফলেট বিতরণকালে বিএনপির ধাওয়ায় পালালো আ. লীগ নেতা-কর্মীরা

লিফলেট বিতরণ করতে গিয়ে বিএনপির ধাওয়ায় পালিয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী শহরের রাসা টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী কর্মীদের নিয়ে দুপুরের দিকে লিফলেট বিতরণ শুরু করেন। এসময় খবর পেয়ে জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বাজারসহ বিভিন্ন সড়কে মিছিল নিয়ে স্লোগান দিয়ে বের হলে লিফলেট বিতরণ কর্মসূচি রেখে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পালিয়ে যায়।

রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাসা টাওয়ার এলাকায় লিফলেট বিতরণ করার খবর পেয়ে জেলা বিএন‌পি নেতাকর্মীরা ওখানে গেলে লিফলেট বিতরণকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, সবসময় শেখ হাসিনার দোসরদের প্রতিহত করতে মাঠে আছি এবং থাকবো। কেউ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করলে তাদের দাত ভাঙ্গা জবাব দেয়া হবে বলে বিএনপির ওই নেতা জানান।

নিউজটি শেয়ার করুন