কলকাতা বিমানবন্দরে আকস্মিক অগ্নিকাণ্ড |

কলকাতা বিমানবন্দরে আকস্মিক অগ্নিকাণ্ড ঘটেছে। বিমানবন্দরের একটি গেট লাগোয়া কনভেয়ার বেল্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদেন বলা হয়েছে, আগুন লাগার পর কর্মীদের তাৎক্ষণিক প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে তা নিয়ে কিছু জানায়নি কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

সূত্র জানিয়েছে, বিমানবন্দরে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ফলে সেখান থেকে স্ফুলিঙ্গ ছড়িয়ে কোনোভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের অষ্টম আসর (বিজিবিএস) শুরু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এ মেলা চলবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এবার বিজিবিএসে ৪০ দেশের প্রায় ২০০ বিদেশি অতিথি যোগ দিবেন। ২০টি দেশ এ মেলায় অংশী হিসেবে রয়েছে। এ ছাড়া ২৬ দেশের রাষ্ট্রদূত বা সমমর্যাদার প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেবেন।

বিজিবিএসে বিদেশি অতিথি ছাড়াও দেশিয় প্রথম সারির শিল্পপতিরা অংশ নেবেন। এ সম্মেলনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি, জেএসডব্লু গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দল, আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের ভাইস-চেয়ারম্যান উমেশ চৌধুরীরা উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলন থেকে পশ্চিমবঙ্গে বিপুল বিনিয়োগের আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন