সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল আজিজ গ্রেপ্তার

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার ক‌রে‌ছেন র‌্যাব-১২ এর অভিযানিক এক‌টি দল।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটর এলাকার পদ্মা জেনারেল হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান- তার বিরুদ্ধে সিরাজগঞ্জে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর তাড়াশ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ।

একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে এ মামলা করেন আসাদ।

এতে অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৯ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ৩শ জনকে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ একাদশ জাতীয় নির্বাচনে ১২ ডিসেম্বর বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদার বিনোদপুর বাজারে পূর্ব নির্ধারিত নির্বাচনী পথসভা সভা করতে যান। মামলার এক নম্বর বিবাদী আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের প্রত্যক্ষ হুকুমে অন্যান্য আসামিরা হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুরসহ নাশকতা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলায় শতাধিক বিএনপির নেতাকর্মী গুরুতর আহত হন।

নিউজটি শেয়ার করুন