জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামায়েতের

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দেশে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

আজ ২৪ জানুয়ারি শুক্রবার ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এ আয়োজিত বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশনে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল। মানবিক, দুর্নীতি, দুঃশাসনমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন