কোনো ছাত্র সংগঠন আন্ডারগ্রাউন্ড রাজনীতি করলে ফ্যাসিস্টদের মতো তাদের তাড়ানো হবে উল্লেখ করে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
শনিবার (১৮ জানুয়ারি) কেন্দ্রীয় শহিদ মিনারে মার্চ ফর জাস্টিসের কর্মসূচিতে এসব কথা বলেন ছাত্রদলের সভাপতি রাকিব। এর আগে দুপুর থেকে ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে জড়ো হতে থাকেন ছাত্রদলের মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ ও থানার ছাত্র নেতাকর্মীরা। পরে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে পদযাত্রা করতে থাকেন তারা।
তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা ও তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত মার্চ ফর জাস্টিস রাজপথে নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শহীদ মিনারে আয়োজিত সমাবেশে ছাত্র নেতারা বলেন, আওয়ামী দোসরদের নির্মূল করা না গেলে জুলাই গণঅভ্যূত্থানের স্পিরিট নষ্ট হয়ে যাবে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের তদন্ত প্রতিবেদন প্রকাশ ও জড়িতদের ছাত্রত্ব বাতিল করতে হবে উল্লেখ করে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র নেতারা বলেন, জুলাই আগস্টকে যারা কুক্ষিগত করছে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
এসময় ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ উপস্থিত নেতারা।